ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ‘সহজ’র ইঞ্জিনিয়ার আটক

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অনলাইন টিকিটিং সার্ভিস প্রোভাইডার 'সহজ'র সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে (রেজা) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশনে রাত ১০টা থেকে অপেক্ষা করে অসংখ্য মানুষ। ছবি: এমরান হোসেন/স্টার ফাইল ছবি

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অনলাইন টিকিটিং সার্ভিস প্রোভাইডার 'সহজ'র সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে (রেজা) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বুধবার দিনগত রাতে দ্য ডেইলি স্টারকে রেজাউলের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত রেজাউলকে চাকরিচ্যুত করেছে। 

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেজাউলের বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে চলতি বছরের ২১ মার্চ রেজাউলকে নিয়োগ দেওয়া হয়। 

ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago