নারীর প্রতি অমানবিক নির্যাতন
বাগেরহাটের মোল্লাহাটে গলায় জুতার মালা পরিয়ে এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সদস্য কাওছার চৌধুরীর বিরুদ্ধে।
গত মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী নারীর এক প্রতিবেশী দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার দুপুরে চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কাওছার চৌধুরীসহ কয়েকজন এসে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেয়। এর আগে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তারা। এক পর্যায়ে তারা ওই নারীকে মারধরও করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি সদস্য কাওছার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীর অবৈধ সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে ওই এলাকায় যাই। তবে আমি তাকে মারধর করিনি।'
নির্যাতনের খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ প্রসঙ্গে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর পরিবারের সঙ্গে কথা বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ওই নারীর কাছ থেকে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Comments