পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম এ আদেশ দেন।
porimoni_19aug21.jpg
ফাইল ছবি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আসামিপক্ষ থেকে আজ জামিন আবেদন করা হয়নি।

এদিন সকাল ১১টা ৫০ মিনিটে ‍তৃতীয় দফা রিমান্ড শেষে পরীমনিকে আদালতে নেয় সিআইডি। বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় গত বৃহস্পতিবার পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দুই দফায় পরীমনিকে ছয় দিনের রিমান্ডে নিয়েছিল তদন্ত সংস্থা সিআইডি।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীমনি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

Comments

The Daily Star  | English
Bangladesh's forex reserves

Forex reserves slip to $19.83 billion

The reserves decreased by $133 million in a week

25m ago