ফরিদপুরে এজলাসে আসামির মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে শাহজাহান মৃধা (৭০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহান মৃধা চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা। তিনি একটি প্রতারণা মামলার আসামি ছিলেন।

শাহজাহান মৃধার আইনজীবী আবু জাফর বলেন, গত বছর একই গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। ৪ আসামির একজন ছিলেন শাহজাহান।

আবু জাফর আরও বলেন, আজ মামলার শুনানি ছিল। আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত পরিচালনা করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। হঠাৎ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা দ্য ডেইলি স্টারকে বলেন, শাজাহান মৃধাকে মৃত অবস্থায় হাসপাতলে আনা হয়েছিল।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

28m ago