ফেনীতে মন্দির, দোকানপাটে হামলা: ২ আসামির আদালতে স্বীকারোক্তি

ফেনীতে মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম জিদান (১৯) ও ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামের গোলাম মোরশেদ খান (২০)।

আজ রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তারা জবানবন্দি দেন।

তারা আদালতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নামও প্রকাশ করেছে বলে জানিয়েছে আদালত সূত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, ফেনীতে গত ১৫ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহা প্রভুর আশ্রম-মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং শহরের ট্রাংক রোডে বড় মসজিদের সামনে সংঘর্ষে জড়িত দুই আসামি জিদান ও গোলাম মোরশেদ আজ ফেনীর বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি দিয়েছেন।

তিনি বলেন, তারা বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। যা মামলা তদন্তে ও ঘটনার মূল নায়কদের চিহ্নিত করতে সহায়তা করবে।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদের দুই জনকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

9h ago