অপরাধ ও বিচার

বরগুনায় ভোট না দেওয়ায় যুবককে নির্যাতনের অভিযোগ

বরগুনার বামনা উপজেলায় ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় এক যুবককে প্রথমে গ্রাম ছাড়ার হুমকি ও গ্রাম না ছাড়ায় পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রামনা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগে নির্যাতনের শিকার নরসুন্দর অসীম চন্দ্র শীল (২৫) আজ সোমবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
বরগুনা

বরগুনার বামনা উপজেলায় ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় এক যুবককে প্রথমে গ্রাম ছাড়ার হুমকি ও গ্রাম না ছাড়ায় পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রামনা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগে নির্যাতনের শিকার নরসুন্দর অসীম চন্দ্র শীল (২৫) আজ সোমবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে অসীম চন্দ্র জানান, তিনি রামনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। ঢাকার একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন তিনি। করোনার কারণে কয়েক মাস আগে ঢাকার কাজ ছেড়ে গ্রামের বাড়িতে পরিবারের সাথে থাকছেন অসীম।

অসীম জানান, গত ২২ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনের পরে বিজয়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জোমাদ্দার ও তার ক্যাডার বাহিনী ভোট না দেওয়ার অভিযোগ তুলে পরিবারসহ তাকে গ্রাম ছাড়ার হুমকি দিতে থাকেন।

তিনি আরও জানান, পরে ১৭ জুলাই সন্ধ্যায় অসীম ক্ষমা চাইতে নজরুল ইসলাম জোমাদ্দারের সঙ্গে দেখা করতে যান তিনি। এ সময় চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য ফরিদ (৩৫), বাপ্পি (৪০) সহ আরও কয়েকজন অসীমকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় কয়েকজন তাকে বাঁচাতে এগিয়ে এলে, তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন অসীম। পরে, অসীম স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিতে যান। সেখান থেকে ধরে এনে চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার নিজেই লোহার পাইপ দিয়ে আরেক দফা পিটিয়ে গুরুতর আহত করেন।

এছাড়া, নজরুল ইসলাম জোমাদ্দার ও তার ক্যাডাররা অসীমের দরিদ্র পিতার আয়ের একমাত্র অবলম্বন চায়ের দোকানটিও ভেঙ্গে দেন বলেও অভিযোগ জানান অসীম।

অসীম জানান, এখন পর্যন্ত থানায় মামলা করতে সাহস পাননি তিনি। আহত হওয়ার পর প্রথমে তিনি মঠবাড়িয়া হাসপাতালে ও পরে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার আরেক ভুক্তভোগী জহিরুল ইসলাম উজ্জল বলেন, 'মারধরের সময় অসীমকে বাঁচাতে গেলে, তাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেন চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার ক্যাডাররা। এছাড়াও নির্বাচনে যারা নজরুল ইসলামকে সমর্থন দেয়নি তাদেরকে নির্বাচনের পরে খেলা দেখাবেন বলেও নির্বাচন চলাকালীন হুমকি দেয় তার ক্যাডাররা।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, 'এরকম কোনো ঘটনাই ঘটেনি। বরং, অসীম চন্দ্র শীল ও তার সহযোগীরা তার লোকজনের ওপর হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে দুয়েকজন সামান্য আহত হয়ে থাকতে পারে।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন।

তবে, কেউই এখনও এ ঘটনায় মামলা করেনি উল্লেখ করে তিনি বলেন, 'মামলা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

56m ago