অপরাধ ও বিচার

মানিকগঞ্জে প্রাইভেট কার চালক হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট কার চালক আনোয়ান হোসেন হত্যার ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট কার চালক আনোয়ান হোসেন হত্যার ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

আজ রোববার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য এই রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাসান, ইজু, রহিম মাহমুদ, মনির হোসেন, আব্দুর রহিম ও দারোগালি। তারা প্রত্যেকেই হেমায়েতপুর ও সাভারের বাসিন্দা।

আদালতে রায় দেওয়ার সময় আব্দুর রহিম ও দারোগালি উপস্থিত ছিলেন।

এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা। রাত ১১টার দিকে তার স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন তার মোবাইল ফোনে করলে অপরিচিত এক জন ফোন রিসিভ করেন। তিনি বলেন, 'খোকা মোবাইল ফোনটি চার্জে দিয়ে ৪ জন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছে।'

এর দুইদিন পরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মাছের খামারের পাশ থেকে খোকার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের পরিবার মর্গে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুল ইসলাম বাদী হয়ে মিরপুরের দারুস সালাম থানায় অজ্ঞাতনামা মামলা করেন এবং তদন্তশেষে শেষে ২০১৩ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষগ্রহণ শেষে আজ বিকেলে ২ আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন। অন্য ৪ আসামি এখনও পলাতক রয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Prolonged Middle East conflict to affect Bangladesh: PM

Prime Minister Sheikh Hasina today told parliament that the ongoing conflict in the Middle East, if escalates and gets prolonged, will affect Bangladesh socially, politically, and economically

2h ago