বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

মির্জা ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার এক আদালত।
mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার এক আদালত।

অভিযোগ গঠনের শুনানি মুলতবি চেয়ে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।

আজকের শুনানির সময় ফখরুল এবং জামিনে থাকা অন্য ৫৪ জন আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকায় বুলু অনুপস্থিত ছিলেন। অন্য ৩ জন মারা গেছেন বলে আদালতে জানানো হয়।

প্রসিকিউশনের তথ্য অনুসারে, ২০১৫ সালের ৬ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করে। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ বাদী হয়ে ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দেওয়ান উজ্জল হোসেন ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় মামলার আইও মামলার অভিযোগ থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আন্দালিব রহমান পার্থ ছাড়া আরও দুজনের নাম বাদ দেন।

Comments