কৃষকের ১ বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

যশোরের কেশবপুরে কৃষকের ১ বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বরজ মালিক উজ্জ্বল হরি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার সকালে সাগরদাঁড়ি ইউনিয়নের কপোতাক্ষ নদীর পাড়ে কোমরপোল গ্রামে এ ঘটনা ঘটে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উজ্জ্বল হরি ১ বিঘা জমিতে পানের বরজ চাষ করেছিলেন। বরজের পান বিক্রি করে তার সংসার চলে। সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়।
পরে গ্রামবাসী প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে তার প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
বরজ মালিক উজ্জ্বল হরি ডেইলি স্টারকে বলেন, 'গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলামের পক্ষে আমি অবস্থান নেওয়ায়, প্রতিপক্ষরা আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ ঘটনা ঘটিয়েছে।'
ওসি বলেন, 'পানের বরজে আগুন লাগানোর ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Comments