জুয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ

লালমনিরহাটে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত সাংবাদিক রাসেল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম হামলার নিশ্চিত করেছেন।
রাসেল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়া গ্রামের বাসিন্দা এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাটের জেলা প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার তিনি দ্য ডেইলি স্টারকে জানান, তিনি গত ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলারচওড়া এলাকার জুয়া খেলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
সংবাদ প্রকাশ করার জেরে জুয়াড়িরা তার ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, 'বুধবার রাত ৯টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে তারা আমার ওপর হামলা চালায়।'
জুয়াড়িরা তার ক্যামেরা ছিনতাই করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, 'জুয়াড়িরা আমার মোটরসাইকেল আটকে রেখে আমাকে এলোপাতারি কিলঘুষি মারতে থাকে। এতে আমি মাথায়, পিঠে, মুখে ও কানে আঘাত পাই। আমি হামলাকারী জুয়াড়িদের চিনি।'
তাদের বিরুদ্ধে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরা হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, 'তিনি শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তবে এখন বিপদমুক্ত আছেন।
এ বিষয়ে ওসি শাহা আলম বলেন, 'হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
Comments