শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর দ্য ডেইলি স্টারকে জানান, আমরানুল হক নামের এক যাত্রী বৃহস্পতিবার দিনগত রাত ২টা ২৭ মিনিটে টিকে৭২২ নম্বর ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি ইতালির নাগরিক, বাংলাদেশে তার স্থায়ী ঠিকানা নরসিংদীর রায়পুরা।
তিনি আরও জানান, ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে তার কাছে থাকা ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগে থাকা ঘোষণা বহির্ভূত পাত আকৃতির ৭ টি এবং পিণ্ড আকৃতির ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম।
তিনি জানান, আটক করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা।
আটক আসামির বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মো. সানোয়ারুল কবীর।
Comments