সাভারে চাঁদাবাজির অভিযোগে আটক ১০

প্রকাশ্যে চাঁদাবাজির সময় আটক ১০ চাঁদাবাজ। ছবি: স্টার

সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার সকালে র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল উদ্ধার করা হয়।'

আটককৃতরা হলেন, মাসুদ রানা (৪০), ইকবাল হোসেন রতন (৪২), মো. বিপ্লব (৩০), পান্নু হাওলাদার (৩৪), জাহাঙ্গীর (৪৮), আনোয়ার শেখ (৪২), আলম মোল্লা (৩৭), আব্দুল্লাহ আল হেলাল (২০), শাহাদত হোসেন (৩০) ও মো. সঞ্চয় (৩০)।

রাকিব মাহমুদ খান বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান যে, তারা ওই এলাকার পেশাদার চাঁদাবাজ। তারা বিভিন্ন দোকান থেকে ১০০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তার প্রাণনাশসহ দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিতেন।'

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

Comments