স্থায়ী জামিন পেলেন পরীমনি

মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
একই সঙ্গে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।
গত ৪ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে। পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় পরীমনিসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে এই মামলায় পরীমনিকে ৩ দফায় ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার আরেকটি আদালত মামলায় পরীমনিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। গ্রেপ্তারের ৪ সপ্তাহ পর ১ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান পরীমনি।
Comments