হাতের ব্যান্ডেজে ১৫টি মোবাইল ফোন!

ভারতফেরত বাংলাদেশির কাছ থেকে অভিনব কায়দায় হাতের ব্যান্ডেজে লুকিয়ে আনা ১৫টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।
আজ সোমবার সন্ধ্যায় বেনাপোল কাস্টম চেকপোস্ট তল্লাশি কেন্দ্র থেকে এগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া।
তিনি জানান, অভিনব কৌশলে ভারতফেরত এক যাত্রীর হাতের ব্যান্ডেজে লুকিয়ে মোবাইল পাচার করে আনছে এমন গোপন সংবাদ পাই। পরে কাস্টম কর্মকর্তারা তার ব্যান্ডেজের ভেতর লুকিয়ে রাখা ১৫টি মূল্যবান হ্যান্ডসেট জব্দ করে।
তিনি আরও জানান, ওই বাংলাদেশির নাম মোহাম্মাদ সানাউল্লাহ। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা। দার তার পাসপোর্ট নম্বর-ইএফ-০০৭১৯৩৬।
আব্দুল রশিদ মিয়া জানান, এসময় তার লগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিকসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। এভাবে পণ্য পাচারের ঘটনা এই প্রথম। জব্দ করা পণ্য কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
Comments