৫ মামলায় জামিন পেলেন আরজে নীরব
৫টি পৃথক মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিতর্কিত ই–কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান হুমায়ুন কবির ওরফে আরজে নীরব।
আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চলতি মাসে জামিন চেয়ে হাইকোর্টে ৫টি আবেদন করেন নীরব।
তার আইনজীবী সৈয়দ মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হাইকোর্টের জামিনের আদেশের পর কেরানীগঞ্জ কারাগার থেকে নীরবের মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই।'
তিনি জানান, চলতি বছরের ৮ অক্টোবর গ্রেপ্তার হওয়া আরজে নিরব ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলাসহ মোট ৫টি মামলার আসামি।'
তবে নীরব কিউকমের শেয়ারহোল্ডার ছিলেন না, অস্থায়ীভাবে কাজ করতেন বলে জানান তিনি।
Comments