৮০ লাখ টাকা উদ্ধার: সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জনের মামলায় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।
সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিককে (মাঝে) আদালত নেওয়া হচ্ছে। স্টার ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জনের মামলায় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

আজ রোববার পার্থ গোপাল বণিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

এ মামলায় গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক পার্থ গোপালের জামিন মঞ্জুর করেন। পরে তার জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন জানালে তা মঞ্জুর হয় এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপালের বাসায় অভিযান চালায় দুদক। অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে পার্থ গোপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন, অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়।

এ মামলায় গত বছরের ২৪ আগস্ট পার্থ গোপালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। একই বছরের ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

2h ago