‘এভাবে আসলে বেঁচে থাকা যায় না’

আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী পরীমনি। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।'
এ বিষয়ে যোগাযোগ করা হলে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এভাবে আসলে বেঁচে থাকা যায় না। এভাবে বাঁচতে পারব না। আমি তো সেলিব্রেটি। আমার বাসায় লোকজন আসবে। এত নজরদারি রাখলে আমি কীভাবে বেঁচে থাকব। আমার বাসায় কেউ আসতে পারে না।'
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, 'প্রধনমন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নেই।'
এর আগেও গত ১৩ জুন নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে তার কাছে বিচার চান পরীমনি। ওই স্ট্যাটাসে তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করেন।
Comments