কক্সবাজার থেকে পালানো এক রোহিঙ্গা নোয়াখালীতে আটক

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা।
দীন মোহাম্মদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত রোহিঙ্গার নাম দীন মোহাম্মদ (৫৫)।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিল অপরিচিত একজন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন দীন মোহাম্মদ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'দীন মোহাম্মদ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পে যাওয়া উদ্দেশে বের হয়েছিলেন। পথ ভুল করে তিনি কবিরহাট চলে এসেছেন।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

তবে আজ সকাল ১০টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষ।

Comments