কাল থেকে কাউন্টারেও বিক্রি হবে ট্রেনের টিকিট

আগামী বুধবার থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার আর অর্ধেক আসন ফাঁকা রাখা হবে না। ট্রেনের সব আসনেই যাত্রী নেওয়া হবে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার থেকে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, বিধিনিষেধ শিথিল হওয়ার পর মোট ৫৮ জোড়া ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তনগর ট্রেন ৩৮ জোড়া। অ্যাপ ও অনলাইনে অর্ধেক এবং কাউন্টার থেকে বাকি অর্ধেক আসনের টিকিট দেওয়া হবে। আগামীকাল সকাল ৮টা থেকে যাত্রীরা আগাম টিকিট কিনতে পারবেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২৩ জুলাই বিধিনিষেধ শিথিল করেছিল সরকার। সে সময় ৫৭ জোড়া ট্রেন চলাচল করে। তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হয়েছিল। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুধু অনলাইনেই টিকিট দেওয়া হয়েছিল তখন।


অন্যদিকে ট্রেনের সঙ্গে সঙ্গে সড়ক ও নৌপথেও যাত্রী পরিবহন শুরু হবে একই দিনে। এক্ষেত্রেও সব আসনে যাত্রী নেওয়ার সুযোগ রাখায় যাত্রীদের কোনো বাড়তি ভাড়া গুণতে হবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশেষ পরিস্থিতির কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তাই, আগামী ১১ আগস্ট থেকে লঞ্চ মালিকদের আগের ভাড়া নিতে হবে।'
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, '১১ আগস্ট থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া বাতিল হয়ে যাবে এবং আগের ভাড়া নেওয়া শুরু হবে।'
Comments