কিছু বলার ভাষা সেদিন আমার ছিল না: মাহিয়া মাহি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে ২ বছর আগের একটি ফোনালাপ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেছেন, সেদিন কিছু বলার ভাষা তার ছিল না।
মাহিয়া মাহি। ফেসবুক ভিডিও থেকে নেওয়া

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে ২ বছর আগের একটি ফোনালাপ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেছেন, সেদিন কিছু বলার ভাষা তার ছিল না।

সৌদি আরবে ওমরাহরত মাহিয়া মাহি আজ সোমবার তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা একটি ভিডিওবার্তায় এ কথা বলেছেন।

ভিডিওতে ২ বছর আগের ওই ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে, সেটা শুধু আমি জানি। আজকেও আমি ভীষণভাবে বিব্রত।'

'আমি নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম,' ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে মাহি বলেন।

'কিন্তু আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন এই ভাষার বা এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল? কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না,' যোগ করেন তিনি।

মাহি বলেন, 'আমি সেজন্যই সেদিন কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতো করে আমার মনে হয়েছে, যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিৎ চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি।'

২ বছর আগের ওই ফোনালাপের উল্লেখ করে তিনি বলেন, 'আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো একদিন ঠিকই সেই রেজাল্ট তিনি পেয়েছেন। এটা প্রমাণিত।'

সাংবাদিকদের ফোন না ধরায় দুঃখ প্রকাশ করে মাহি বলেন, 'আমি সবার ফোনকল রিসিভ করছি না। এই বিষয়টা নিয়ে কথা বলার মানসিকতা আপাতত আমার নেই। আপনারা আমার জায়গা থেকে চিন্তা করবেন, আমি দোষী কিনা। এতটুকুই বলব।'

সবশেষে তিনি বলেন, 'আল্লাহ সাক্ষী। আমার কোনো দোষ ছিল না। আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম।'

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

4h ago