কুমিল্লায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পবিত্র কোরআন 'আবমাননার' অভিযোগ সংক্রান্ত ঘটনার জেরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি-১০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার সন্ধ্যা থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পবিত্র কোরআন 'অবমাননা' করা হয়েছে এরকম একটি ঘটনার অভিযোগ ছড়িয়ে পড়লে কুমিল্লার নানুয়া দীঘিরপাড় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে, ওই ঘটনার পর আয়োজকরা সেখানে দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নেন। তারপরও সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
Comments