খাস জমি লিজ নিয়ে রেকর্ডভুক্ত রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে গ্রামবাসী

লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি রামদেব গ্রামে সরকারি খাস জমি লিজ নিয়ে রেকর্ডভুক্ত রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে। সেই রাস্তা কেটে পাট বীজ বপন করা হয়েছে।
গত ২৬ মার্চ চলাচলের ওই রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। এ বিষয়ে গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলেও এখনো কোনো সুরাহা মিলেনি।
স্থানীয়রা অভিযোগ করেন, আদিতমারী উপজেলার নামুড়ি রামদেব গ্রামে রেকর্ডভুক্ত রাস্তা দিয়ে ৬০ বছর ধরে যাতায়াত করছিলেন তারা। রাস্তার লাগোয়া সরকারি খাস জমি ভোগ করে আসছেন আজিজার রহমান ও তার কয়েক ভাই। গত ২৬ মার্চ রাতে দলবল নিয়ে সরকারি রাস্তাটি কেটে ফসলি জমিতে পরিণত করেন তারা। রাতের মধ্যেই কেটে ফেলে সেখানে পাটের বীজ বপন করা হয়েছে। লাঠি নিয়ে অবস্থান করায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি।
গ্রামের বাসিন্দা মহন্ত চন্দ্র বর্মণ (৫০) দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তাটি আমাদের একমাত্র চলাচলের পথ। এটি কেটে ফেলায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। রাস্তাটি উদ্ধার করে গ্রামবাসীর চলাচলের ব্যবস্থা না করায় আমরা দুশ্চিন্তায় আছি।'
এই গ্রামের কুসুম বালা (৭২) দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাকিস্তান আমল থেকে এ রাস্তা দিয়ে চলছি। খাস জমি লিজ নিয়ে আজিজার ও তার ভাই আমাদের চলাচলের রাস্তাটি কেটে দিয়েছেন। এখন চলাচলের কোনো রাস্তা নেই।'
স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজিজার রহমান ও তার ভাই মিলে সরকারি খাস জমি দখলে নিয়েছেন। রেকর্ডভুক্ত রাস্তা কেটে জমিতে পরিণত করেছেন। এ জন্য গ্রামের লোকজন চলাচলের চরম কষ্টে পড়েছেন।'
অভিযুক্ত আজিজার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দীর্ঘ দিন ধরে লিজ নিয়ে সরকারি জমিতে চাষাবাদ করছি। গ্রামের কিছু মানুষ লিজ নেওয়া জমির উপর রাস্তা তৈরি করে চলাচল করছিলেন। জমির প্রয়োজন হওয়ায় রাস্তাটি কেটে পাটের বীজ বপন করা হয়েছে।'
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি. আর সারোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
Comments