গোয়ালন্দে পদ্মায় তীব্র ভাঙন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পদ্মায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। আজ শুক্রবার ভোরে এ দৃশ্য দেখা গেছে।
ভাঙন আতঙ্কে নদীপার থেকে নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন সেখানকার বাসিন্দারা।
দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া থেকে উজ্জল মেম্বার, সোহেল মন্ডল, সোহেল মুন্সী, মোকছেদ মন্ডল ও উজ্জল সরদারের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হানেফ মন্ডল বলেন, 'ঈদের আগে দৌলতদিয়া ইউনিয়নে ভাঙনের সময় বালুর বস্তা ফেলা হয়েছিল। ঈদের পর আবার ভাঙন শুরু হলো। আমাদের বাড়ি থেকে পদ্মা নদী তিন-চার কিলোমিটার দূরে ছিল। এখন নদী আমাদের বাড়ি গ্রাস করলো।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার অংশে কংক্রিটের সিসি ব্লকের ২০০ মিটার অংশে ব্যাপক ভাঙনের পর আজ সকালে গোয়ালন্দ উপজেলায় ভাঙনে নদী পাড়ের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়াও, ভাঙনের হুমকির মধ্যে রয়েছে শত শত বসতবাড়ি।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাঙন সম্পর্কে আমরা জেনেছি। পদ্মায় ভাঙন রোধে সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে যে ভাঙন শুরু হয়েছে সে বিষয়ে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'ইতোমধ্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে।'
গোয়ালন্দের ইউএনও আজিজুল হক খান ডেইলি স্টারকে বলেন, 'রাজবাড়ী জেলা প্রশাসন আমাকে দিক নির্দেশনা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিয়েছি।'
Comments