চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ফয়েজনগর এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মৃত জয় চ্যাটার্জি (৫০) কর্ণফুলীর ফয়েজনগরের বাসিন্দা এবং চরলক্ষ্যা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ওসি দুলাল মাহমুদ বলেন, 'বাবা-মা মারা যাওয়ার পর ওই শিক্ষক গত প্রায় ৬ মাস ধরে ওই বাড়িতে একা থাকতেন। বুধবার সকালে তার গৃহকর্মী বাড়িতে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।'
বিকেলে মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments