চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

লকডাউন শেষ হওয়ার প্রথম দিন আজ বুধবার ভোর থেকে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সব লঞ্চ।
সরেজমিনে দেখা গেছে, লঞ্চঘাটে যাত্রীদের চাপে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, আজ ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে বড় নয়টি লঞ্চ চাঁদপুর ছেড়ে গেছে।
লঞ্চঘাটের সুপারভাইজার রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের পক্ষ থেকে আগের নিয়মে গণপরিবহনসহ লঞ্চ চলাচলের ঘোষণা দেওয়ায় যাত্রীরা আগে থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। এর ফলে এই উপচে পড়া ভিড়।'
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা ভোর থেকে এই ঘাটে অবস্থান করছি। যাত্রীর চাপে ঢাকামুখী সবকটি লঞ্চ নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ত্যাগ করার ব্যবস্থা করেছি।'
Comments