চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরের ১৩ উপজেলায় পণ্যবাহী যান না চালানোর ঘোষণা

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে ৯৬ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে দিনাজপুর জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। ফলে বুধবার থেকে চার দিন দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বন্ধ থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টরসহ সব পণ্যবাহী যানবাহন।
Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে ৯৬ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে দিনাজপুর জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। ফলে বুধবার থেকে চার দিন দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বন্ধ থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টরসহ সব পণ্যবাহী যানবাহন।

আজ মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে দিনাজপুর জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মবিরতি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী। সেসময় সংগঠনের সভাপতি আলতাফ হোসেনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মবিরতি চলাকালে অন্য জেলা থেকে আসা কোনো ট্রাক বা কাভার্ডভ্যানও দিনাজপুরে প্রবেশ করতে দেওয়া হবে না। চার দিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে রংপুর বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

তাদের চার দফা দাবিগুলো হলো—বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ২০১৩ ও ২০১৭ সালের শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আইন দ্রুত বাস্তবায়ন; চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধ করা; গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করা ও পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা।

Comments

The Daily Star  | English

How 4 death row convicts escaped only to be caught in 1.5 hours

Four death row inmates broke out of Bogura jail by making a hole in the ceiling of their condemned cell early today

1h ago