চৌমুহনীতে ভাঙচুর: নিহত ১, আহত ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় যতন কুমার সাহা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেগমগঞ্জ) মো. শাহ ইমরান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, 'দুর্বৃত্তদের হামলায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারসহ মোট ১৮ জন আহত হয়েছেন।'
পুলিশ জানায়, আজ দুপুরে বেগমগঞ্জের কলেজ রোড ও ডিবি রোড এলাকায় মিছিল করেন একদল মানুষ। তারা মিছিল থেকে ভাঙচুর চালান।
সে বিষয়ে জানতে চাইলে দুপুর ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুন নাহার ডেইলি স্টারকে বলেছিলেন, 'একদল মানুষ মিছিল বের করে ও ভাঙচুর চালায়।'
Comments