জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু

নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়েছে।
আজ সোমবার বিকেলে বঙ্গভবনে এ আলোচনা শুরু হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল চারটায় বঙ্গভবনে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা এ খবর জানান।
কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। নতুন ইসি গঠনের বিষয়ে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইসির সঙ্গে প্রায় ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি।
Comments