জয়নাল হাজারী মারা গেছেন

জয়নাল হাজারী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেনীর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে ৩ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। 

জয়নাল হাজারী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা ব্যয় হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর তার ত্রাণ তহবিল থেকে হাজারীকে ৪০ লাখ টাকার অনুদান প্রদান করে। তিনি বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago