ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। ছবি: সংগৃহীত

সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে আজ সোমবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার গোটিয়া গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে সাঘাটা উপজেলার ভরতখালী স্কুল মাঠে ফজলে রাব্বীর শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকায় আসে।

ফজলে রাব্বী মিয়ার জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রওনা হওয়ার পর এমিরেটসের একটি ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রোববার জোহরের নামাজের পর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শুরুতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় তাকে 'গার্ড অফ অনার'দেয়।  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৫ এ।

৭ বারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া শনিবার ৭৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago