ঢাকায় পৌঁছেছে মর্ডানার ১২.৫০ লাখ ডোজ টিকা

যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২.৫০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আজ শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে মডার্নার ১২.৫০ লাখ ডোজ টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিশ্বব্যাপী ভ্যাকসিন জোট কোভ্যাক্স সুবিধার অধীনে এই টিকা পেয়েছে বাংলাদেশ।
Comments