ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ায় ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।
বিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে আগামী ২৪ জুলাই রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত জানার পর আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।
সিল্কসিটি এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রোববার।
নাম প্রকাশ না করার শর্তে ওই রেল কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা রোববারের টিকিট কিনতেই স্টেশনে এসেছিলেন।
Comments