ঢাকা-বরিশাল রুটে সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল

বরিশাল-ঢাকা রুটের এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চে যান্ত্রিক ত্রুটি ও সেইসঙ্গে লঞ্চ স্টাফদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগে এর যাত্রা বাতিল করা হয়েছে।
তিনি জানান, লঞ্চ ম্যানেজার মিজানুর রহমানসহ কয়েকজন স্টাফের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিমুল করিম জানান, পোর্ট অফিসার একটি অভিযোগ করেছেন যা জিডি আকারে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন ক্যামেরা পারসন মৃদুল ইসলাম মোহন ও রুহুল আমিন লঞ্চ ম্যানেজার মিজানুর রহমানসহ স্টাফদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা হিসেবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার চাঁদপুর পার হওয়ার সময় লঞ্চের ইঞ্চিন রুমে ধোঁয়া দেখে যাত্রীরা জরুরি পরিসেবা ৯৯৯ এ কল করেন। আতঙ্কিত যাত্রীরা এই ঘটনায় ফেসবুকে লাইভ করলে লঞ্চটিকে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে থামায় বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড। পরে ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে এসে পৌঁছে। এই ঘটনায় যাত্রীদের বরিশাল ঘাটে লঞ্চ স্টাফরা মারধর করলে, সেই ছবি নেওয়ার সময় ২ সাংবাদিককে স্টাফরা মারধর করেন বলে অভিযোগ ওঠে।
Comments