ঢাবি শিক্ষক সমিতির কুমিল্লার পূজামণ্ডপ পরিদর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নেতৃত্বে ২০ শিক্ষক কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নেতৃত্বে ২০ শিক্ষক কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার প্রতিবাদে ঢাবি শিক্ষকরা কুমিল্লা ও নোয়াখালীর হামলাস্থল পরিদর্শনে এসেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস।

সেসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, 'ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় স্বাধীনতা-মানবাধিকার নিয়ে আমরা বাঁচতে চাই।'

তিনি আরও বলেন, 'কেউ যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় আঘাত করতে চায় তাহলে আমরা তা সহ্য করবো না।'

Comments

The Daily Star  | English
pharmaceutical industry of Bangladesh

Pharma Sector: From nowhere to a lifesaver

The year 1982 was a watershed in the history of the pharmaceutical industry of Bangladesh as the government stepped in to lay the foundation for its stellar growth in the subsequent decades.

17h ago