দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাডুবি

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টায় সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৮টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশপাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ৮ থেকে ১০ জন। তাদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা উদ্ধার কাজ শুরু করেছি। ৮ জন নিখোঁজ রয়েছেন।'

Comments