রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধদের

রাজধানীর রামপুরা এলাকায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত মাঈনুদ্দিন ইসলাম (১৯) এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন বলে তার চাচাতো ভাই মো. বাদশাহ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি আরও জানান, তাদের বাসা পুর্ব রামপুরা মোল্লা বাড়ি। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে জানান, এসএসসি পরীক্ষার্থীকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল বাসের চাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে পরে স্থানীয়রা রামপুরা এলাকায় কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেন, 'অন্তত ৯টি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।'
Comments