সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জ সদর উপজেলা ও রায়গঞ্জ উপজেলায় আজ রোববার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

নিহতরা হলেন- রংপুরের জেলার কাউনিয়ার বাসিন্দা ওমর ফারুক (৩২) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপারা গ্রামের আব্দুল মজিদ (৫২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোররাতে রায়গঞ্জ উপজেলার বগুরা-নগরবারি মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাসযাত্রী ওমর ফারুক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের আরও ৩ যাত্রী।

অন্যদিকে, আজ ভোরে সিরাজগঞ্জের মুলিবারি আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় দিনমজুর আব্দুল মজিদ নিহত হন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর নিহতের পরিবার ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে গেছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার মামলা বা অভিযোগ  দায়ের করেনি বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

16h ago