দেশে ফিরলেন লিবিয়ায় বন্দী থাকা ১৬২ বাংলাদেশি

Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী থাকা ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদেরকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম এর যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর আজকেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago