দৌলতদিয়ায় ৭  কিলোমিটার যানজট

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। ছবি: স্টার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ঈদের ছুটি শেষে আজও ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পযর্ন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।

রাজবাড়ী ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটে এখনো ৪৫০টি বাস, ৬৫০টি ছোট গাড়ি ও ৫০০টি মোটরসাইকেল ও ২৫০টি ট্রাক নদী পারের অপেক্ষায় আছে। আর গোয়ালন্দ মোড় এলাকায় অপেক্ষায় আছে আরও ৪০০ ট্রাক।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাসের সারি। ছবি: স্টার

অপেক্ষমান বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি যানবাহনকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সাতক্ষীরা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের  যাত্রী আরশাফুল ইসলাম জানান, তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সকাল ৮ টার দিকে গোয়ালন্দ পৌর এলাকায় এসেছেন। বেলা ১২টা দিকেও ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে আছেন। 

নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক মো. হাসেম শেখ বলেন, গত রাত ১২ টার দিকে গোয়ালন্দ এলাকায় এসেছি । এখন ফেরিতে উঠতে পারবো মনে হচ্ছে। সারা রাত বাসে যাত্রীরা অনেক কষ্ট করেছে। আমাদের এই অবস্থা দেখার কেউ নাই।'

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে তোলা ছবি। ছবি: স্টার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে ১১ হাজার ৮৫৯টি যানবাহন নদী পার করা হয়েছে। এর মধ্যে বাস ৮১৫টি, ব্যক্তিগত গাড়ি ৭১৯৬টি, মোটরসাইকেল ৩২০৩টি এবং ট্রাক ২৬৬টি। আর এই সময়ে ফেরি দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ নদী পার হয়েছে। 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে ২১টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ১১টি বড়, ৭টি ইউটিলিটি, ২টি ড্রাম  এবং একটি ছোট ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল থেকে যে যানবাহনের চাপ রয়েছে তা এখনো আছে। আজ থেকে চাপ কমতে পারে বলে মনে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষের ভোগান্তি কম হয়, তা নিয়ে কাজ করে যাচ্ছি।'

 

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

1h ago