দৌলতদিয়া ঘাটে এখনো পার হচ্ছেন মানুষ, গাড়ি

দৌলতদিয়া ঘাট। ছবিটি দুপুর দেড়টায় তোলা। ১ আগস্ট ২০২১। ছবি: সংগৃহীত

দেশব্যাপী চলমান লকডাউন কয়েক ঘণ্টার জন্যে শিথিল করে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু, নির্ধারিত সময়ের পরও দূরের জেলাগুলো থেকে পণ্য ও যাত্রীবাহী গাড়িগুলো এখনো দৌলতদিয়া ঘাটে আসছে।

আজ দুপুর দেড়টায় এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গণপরিবহন চলার নির্ধারিত সময় পরও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে জেলাগুলো থেকে নানা উপায়ে ঢাকামুখী মানুষ দৌলতদিয়া ঘাটে আসছেন। একই সঙ্গে আসছে পণ্যবাহী গাড়ি।

আবার, গণপরিবহন স্বল্পতার কারণে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশা-ভ্যানে মানুষজনকে ঘাটে আসতে দেখা গেছে।

মাগুরা থেকে আসা অভ্যন্তরীণ রুটের বাসচালক মো. আব্দুস ছাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে রওনা হয়ে এ পর্যন্ত আসতে আসতে আবার লকডাউনের মধ্যে পড়ে গেলাম। দূরের গাড়ি ঢাকা পৌঁছতে কতো সময় লাগে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয় বিবেচনায় রাখবেন।'

'অনেক মালিক স্বল্প সময়ের জন্য গাড়ি বের করেননি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সে কারণে অনেক মানুষ বিকল্প উপায়ে ঘাটে আসছেন।'

রাজবাড়ীর থেকে হিউম্যান হলারে দৌলতদিয়া ঘাটে আসা কুদ্দুস সরদার আক্ষেপ করে ডেইলি স্টারকে বলেন, 'ত্রিশ টাকার ভাড়া এক শ টাকা দিয়ে ঘাট পর্যন্ত আসতে হলো। বাকি পথে কোন বিপদে পড়ি কে জানে?'

তিনি আরও বলেন, 'চলমান লকডাউন কিছু সময়ের জন্যে শিথিল করা হলেও দূরের যাত্রীদের এই নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা পৌঁছানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।'

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'উভয় ঘাটে এখন ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি চলছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে সংখ্যক গাড়ি ও কর্মস্থলগামী মানুষ আসছেন তারা সহজেই ফেরি পার হতে পারছেন।'

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

2h ago