বাংলাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার পাড় থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
illegal_construction_16sep21.jpg
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উপজেলার কাঞ্চন শিমুলিয়া ঘাট থেকে শুরু করে দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার পর্যন্ত অভিযান চলে।

শোভন রাংসা বলেন, 'বেলদী বাজারের ১৫টি আবাসিক ভবন, ৭টি ইভাটার কিছু অংশ ও একটি ব্যাটারি কারখানার সীমানা প্রাচীরসহ ছোট-বড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।'

বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন বলেন, 'আমরা আগেই অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা সরকারি নির্দেশনা উপেক্ষা করেছে। গতকাল থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকালও সমপরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Bank

BB abandons SMART to make bank interest rate fully market-based

The Bangladesh Bank today scrapped the SMART formula in order to make interest rates in the banking system fully market-based

42m ago