স্পিডবোট উল্টে নিহত ২৬: আসামির ভাই পেলেন নৌকা প্রতীক

গত মে মাসে পদ্মায় স্পিডবোট উল্টে ২৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি শিমুলিয়া স্পিডবোট ঘাটের সাবেক ইজারাদার মো. শাহ আলম খান। তার বড় ভাই মো. আশরাফ হোসেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।

গত মে মাসে পদ্মায় স্পিডবোট উল্টে ২৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি শিমুলিয়া স্পিডবোট ঘাটের সাবেক ইজারাদার মো. শাহ আলম খান। তার বড় ভাই মো. আশরাফ হোসেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।

চতুর্থ দফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের দলীয় প্রার্থীদের তালিকা গত মঙ্গলবার প্রকাশ করেছে আওয়ামী লীগ।

এ তথ্য নিশ্চিত করে আজ শুক্রবার লৌহজং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, মেদিনীমণ্ডল ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন মনোনয়ন পেয়েছেন।

মামলার আসামির ভাই হলেও ভোটের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

গত ৩ মে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার পথে কাঁঠালবাড়িতে নোঙর করা বাল্কহেডকে ধাক্কা দেয় একটি স্পিডবোট। এতে স্পিডবোট উল্টে প্রাণ হারান ২৬ জন যাত্রী। আহত হন স্পিডবোটের চালকসহ ৫ জন।

এ ঘটনায় ৪ মে শিবচর উপজেলার চরজানাজাত নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদি হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১ নম্বর আসামি করা হয় চালক মো. শাহ আলমকে, ২ নম্বর আসামি বোটের মালিক চান্দু মোল্লা, ৩ নম্বর আসামি জহিরুল হক ও ৪ নম্বর আসামি ঘাট ইজারাদার শাহ আলম খান।

জানতে চাইলে মাদারীপুরের চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আবদুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে জানান, স্পিডবোট ঘাট ইজারাদার শাহ আলম আত্মসমর্পণ করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাইরে আছেন।

এছাড়া স্পিডবোটের মালিক চান্দু মিয়া ও চালক শাহ আলম জেলহাজতে আছে। আরেক আসামি জহিরুল হক পলাতক।

মামলার চার্জশিট আগামী ডিসেম্বর মাসে জমা দেওয়া হতে পারে বলে জানান তিনি।

লৌহজং উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ ডেইলি স্টারকে জানান, মেদিনীমণ্ডল ইউনিয়ন থেকে কেবল আশরাফ হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

আগামী ২৯ নভেম্বর মনোনয়ন যাচাইবাছাই করা হবে। সেখানে তার মনোনয়ন বৈধ পাওয়া গেলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

31m ago