পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: আইজিপি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
মাদারীপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আজ শুক্রবার মাদারীপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক কথা বলেন আইজিপি।

তিনি স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি বলেন, 'আমাদের স্বপ্নের পদ্মা সেতু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তুলেছে। বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধি ও অগ্রগতি অর্জন হয়েছে, এটি বিশ্বকে জানান দিচ্ছে এ অর্জনের মাধ্যমে। সেতুর উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কাল আমরা প্রত্যাশা করছি, এখানে কমপক্ষে ১০ লাখ লোকের সমাগম হবে। তার বেশিও হতে পারে।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ২টি সর্বাধুনিক প্রযুক্তির ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, যা প্রথমবারের মতো দেশে ব্যবহৃত হচ্ছে। এই ওয়াচ টাওয়ার দুটি যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি আনা হয়েছে। আশা করছি, দেশবাসীর সমর্থন নিয়ে আগামীকালের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারব।'

তিনি আরও বলেন, 'আমরা সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসেছি। জনসভাস্থলে যাওয়া-আসার পথ কেমন হবে, গাড়ি পার্কিং কেমন হবে, এসব বিষয়ে আমরা ট্রাফিক পরামর্শ দিয়েছি। এই নির্দেশনা ও বিধিনিষেধ মানলে সবার জন্য জনসভাস্থলে আসা সুবিধা হবে। এ ছাড়া রাস্তায় সাইনপোস্টিং দেওয়া আছে। যারা এখানে কখনো আসেননি, তারাও খুব সহজে এই জনসভাস্থলে প্রবেশ করতে পারবেন।'

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঘিরে পুলিশের কাছে কোনো হুমকির খবর নেই বলে জানান আইজিপি।

তিনি বলেন, 'যদি কোনো থ্রেট থাকে, তা আমরা মিটিগেশন করব। আমাদের সঙ্গে সবার ক্রমাগত গোয়েন্দা সমন্বয় আছে। এছাড়া ঐতিহাসিক এই জনসভা ঘিরে প্রতিটি স্থানে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে জেলা পুলিশ, নৌ পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ আলাদাভাবে কাজ করছে। জনসভা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব।'

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'জনসভাস্থলে লাখ লাখ মানুষের সমাগম হবে। সম্প্রতি দেখা যাচ্ছে, সারা দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যারা জনসভাস্থলে আসবেন, করোনার যে নিরাপত্তা ও বিধিনিষেধ আছে সেগুলো সবাইকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।'

Comments

The Daily Star  | English

Protest over students' death: Cuet to reopen on May 12

The Chittagong University of Engineering and Technology (Cuet), which was closed following a student protest over the death of two students in a road accident, will reopen on May 12.

17m ago