পাটুরিয়া ঘাটে ভিড় বাড়ছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
paturia_16july21.jpg
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। ছবিটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে মানুষ যেমন দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন, তেমনি ঢাকামুখী যাত্রীদের ভিড়ও রয়েছে।

কোরবানির পশুবাহী ট্রাক রাজবাড়ির দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় আসার কারণে সেখানে পশুবাহী গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, পনেরটি ফেরি সচল থাকায় পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।

Comments