পিরোজপুরে মধ্যরাত পর্যন্ত চলবে ইলিশ বিক্রি

আগামীকাল সোমবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। আজ রোববার ভোর থেকেই পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে ক্রেতা ও বিক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়।
এ বাজারে শুধু পাইকারী ক্রেতারা ইলিশ কিনলেও, আজ সাধারণ ক্রেতাদেরও অনেক ভিড় দেখা গেছে। বিক্রি চলবে রাত ১২ টা পর্যন্ত।
আড়তদাররা জানান, সাধারণত প্রতিদিন ভোর থেকে মাছ বিক্রি শুরু হয়ে সর্বোচ্চ সকাল ৯টা পর্যন্ত চলে।

আড়ত মালিক মো. নাসির সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত ২টা থেকে ইলিশ বিক্রি শুরু হয়ে সারাদিন চলে। যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ তা বিক্রি হবে।'
সকালে ইলিশের দাম বেশি থাকলেও, বিকেলের দিকে তা কমতে থাকে।
পিরোজপুর জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস ডেইলি স্টারকে জানান, আজ সারাদিনে অর্ধশতাধিক ট্রলার মাছ বিক্রি করতে আড়তে ভিড়েছিল। তবে প্রতিটি ট্রলার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার মাছ বিক্রি হয়েছে।

কমল কৃষ্ণ আরও জানান, একটি ট্রলার সাগরে পাঠাতে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। সম্প্রতি সাগরে ঘূর্ণিঝড়ের কারণে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ শিকার করতে পারেননি। এছাড়া আগামীকাল থেকে ইলিশ ধরার ওপর অবরোধ শুরু হওয়ায়, বাধ্য হয়েই জেলেরা ট্রলার নিয়ে ফিরে এসেছে। এজন্য ট্রলার মালিকদের প্রতি ট্রলারে এক থেকে দেড় লাখ টাকা ক্ষতি হবে বলেও দাবি করেন তিনি।
জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী ডেইলি স্টারকে জানান, রাত ১২ টা থেকেই ইলিশ ধরার ওপর অবরোধ শুরু হবে। ২২ দিনের অবরোধ চলাকালীন সময় মুক্ত জলাশয়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
আইন অমান্য করে কেউ ইলিশ শিকারে গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই মৎস কর্মকর্তা।
Comments