প্রখ্যাত নিউরো সার্জন এল এ কাদেরী মারা গেছেন

প্রখ্যাত নিউরো সার্জন এবং বন্দর নগরীতে নিউরো সার্জারির অগ্রদূত অধ্যাপক ডা. এল এ কাদেরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. এল এ কাদেরী ক্যানসারে ভুগছিলেন। আজ বিকেলে (বাদ আসর) চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে, আগামীকাল সকাল ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আসর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নামাজে জানাজা শেষে ডা. কাদেরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. ফয়সাল আরও বলেন, ডা. কাদেরী বিএমএ'র সভাপতির দায়িত্বও পালন করেছেন। চট্টগ্রাম মেডিকলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, ডা. কাদেরী চট্টগ্রাম মেডিকলে কলেজে নিউরো সার্জারি বিভাগ চালু করেছিলেন। তিনি এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।
Comments