বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, বিকেলে আবারও যানজট সৃষ্টির হওয়ার শঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'গতকাল রাত ৩টা থেকে আজ দুপুর ১টা পর্যন্ত এই সড়কে যানজট ছিল। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।'
তবে, বিকেলের দিকে আবারও যানজট সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। তিনি ডেইলি স্টারকে বলেন, 'এখন টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু, বিকেল থেকে যেহেতু আবারও ঢাকা থেকে অনেকেই রওনা দেবেন, তখন আবারও যানজট সৃষ্টি হতে পারে বলে শঙ্কা করছি। আমরা সতর্ক অবস্থানে আছি।'
যানজট সৃষ্টির কারণ জানতে চাইলে তিনি বলেন, 'ফিটনেসবিহীন অনেক যান গরু নিয়ে ঢাকায় গিয়েছে। ফেরার পথে সেগুলো নষ্ট হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়াও, ছোটখাট কিছু দুর্ঘটনাও ছিল।'
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। সাড়ে ১১টায় তা বেড়ে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।
Comments