বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতু উভয় প্রান্তে দীর্ঘ যানজট

অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে আজ রোববারও যানজট সৃষ্টি হয়েছে।
ক্যাপশন: বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত সংযোগ সড়ক। ছবিটি আজ সকাল সাড়ে ৮টায় তোলা। ছবি: স্টার

অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে আজ রোববারও যানজট সৃষ্টি হয়েছে।

আজ ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে সেতু পূর্ব পর্যন্ত ২৩ কিলোমিটার ও হাটিকুমরুল মোড় থেকে সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। কোথাও আবার ঠায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এ ছাড়াও, কোরবানির গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে আসা ব্যবসায়ীরা পড়েছেন চরম সমস্যায়।

হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘যানজট নিরসনে ও মহাসড়ক সচল রাখতে কাজ করছি।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ডেইলি স্টারকে বলেন, ‘অতিরিক্ত গাড়ির চাপ ও কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। রাতে বৃষ্টির কারণেও যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারেনি।’

তিনি জানান, সড়কে যানবাহনের চাপ রয়েছে এবং ধীরগতি গাড়ি চলাচল করছে। কোথাও আবার থেমে থেমে যানজট হচ্ছে।

মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

2h ago