বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ

সাম্প্রতিক অবস্থা বিবেচনায় ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশির অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য কোনো দেশে যেতে না পারলে তারা যেন বাংলাদেশে ফেরেন। ঘটনা পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একইসঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো। ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করে রাখার অনুরোধ করা হলো। যেন জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অন্য কোনো কোনো দেশ বা অঞ্চলে সংঘাত হলে প্রবাসীদের যেভাবে বাংলাদেশ পরামর্শ দিয়ে থাকে। ইউক্রেন প্রবাসীদের সেভাবেই দেওয়া হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ক্ষেত্রেও আমরা একই কাজ করেছি। পোল্যান্ড বা আশপাশের অন্যান্য দেশের বাংলাদেশ দূতাবাস যে কোনো উপায়ে এই সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
Comments