বাগেরহাটে পুকুর থেকে সুন্দরী গাছ জব্দ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের পুকুর থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ জব্দ করেছে বন বিভাগ।

শনিবার দুপুর ২টার দিকে এগুলো জব্দ করে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ির ইনচার্জ সামছুল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোহাগ ফকিরের পুকুর থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ৭ পিস সুন্দরী গাছ উদ্ধার করেছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, যখন বন বিভাগের লোকজন সোহাগ ফকিরের বাড়িতে যান তখন তিনি গরু খোঁজার কথা বলে লুকিয়ে পড়েন।

সোহাগের স্ত্রী পলি বেগম বলেন, 'জমি-জমা নিয়ে কিছু লোকের সঙ্গে শত্রুতা থাকায় তারা পুকুরে সুন্দরী গাছ রেখে বন বিভাগকে খবর দিয়েছে।'

Comments